DBC News
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আধা ঘন্টার চেষ্টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, বুধবার বেলা সাড়ে এগারটার দিকে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের উত্তর গেইটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। 

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সাথে সাথে ব্যবস্থা নেয়ায় তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৯ই মার্চ জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মার্কেটের পূর্ব পাশের একটি গুদামে আগুনের ঘটনা ঘটেছিল।