DBC News
হোয়াটস অ্যাপ থেকে ভাগ্নের ফোন আসার দাবি সোহেল তাজের

হোয়াটস অ্যাপ থেকে ভাগ্নের ফোন আসার দাবি সোহেল তাজের

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের নিখোঁজ ভাগ্নের হোয়াটস অ্যাপ নম্বর থেকে তার বাবা-মায়ের কাছে ফোন এসেছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।  মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম সৌরভের নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের মতো ফেসবুক লাইভে এ তথ্য জানানো হয়।

বুধবার বেলা বারোটার দিকে তিনি ফেসবুক লাইভে আসেন। প্রায় সাড়ে ৯ মিনিট কথা বলেন তিনি। এ সময় সৌরভের মা-বাবা তার সঙ্গে ছিলেন।

সোহেল তাজ দাবি করেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে সৌরভের নম্বর থেকে তার বাবা-মায়ের কাছে হোয়াটস অ্যাপে কল আসে। এ সময় সৌরভের বাবা-মা 'হ্যালো' 'হ্যালো' বললেও অপরপ্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সৌরভের পরিবার বলেছে, ফোনের অপরপ্রান্তে কে ছিল তা বলতে পারছেন না তারা। তবে সৌরভের হোয়াটস অ্যাপ নম্বরটি খোলা ছিল। রিং হলেও কেউ আর কল রিসিভ করেনি। 

এর আগে, সোহেল তাজ নিজের ফেসবুক পেজে ভাগ্নে সৌরভকে অপরহরণ করা হয়েছে বলে দাবি করেন।
 

আরও পড়ুন

'বাজারে লবণের নামে সোডিয়াম সালফেট'

খাবার লবণের নামে একটি সিন্ডিকেট 'বিষাক্ত সোডিয়াম সালফেট' বাজারে ছাড়ছে। এমন অভিযোগ করেছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স...

শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

সিটি করপোরেশনের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ১৪ তলার বদলে বনানী ডিসিসি ইউনিক কমপ্লেক্স নামে ২৮ তলা ভবন নির্মাণ করার অভিযোগে শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে জিজ্ঞাসাবাদের জন্...

বগুড়ায় ছেলে ধরা সন্দেহে চার যুবককে গণপিটুনি

বগুড়ায় ছেলে ধরা সন্দেহে চার যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পুলিশের হস্তক্ষেপে তাদের উদ্ধারের পর আনা হয় থানায়। এঘটনায় পুলিশের সাথে বিক্ষুব্ধ এলাকাবাসীর সংঘর্ষ...

সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ

সাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মঙ্গলবার, বুধবার থেকেই কর্মব্যস্ততা শুরু হবে জেলেদের। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরের অর্থনৈতিক অঞ্চলে...