DBC News
আন্তর্জাতিক নাট্যোৎসবের তৃতীয় দিন

আন্তর্জাতিক নাট্যোৎসবের তৃতীয় দিন

বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসবের তৃতীয় দিনে মঞ্চায়িত হলো চাইনিজ নাটক 'এফসিকে'। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে নাটকটি পরিবেশন করেন জোহো থিয়েটারের কর্মীরা।

চীনা নাট্যকার জিয়ান ফেই ল্যাং নির্দেশিত নাটক এফসিকে।  চীনাদের নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের আহ্বান জানানো এই নাটকের মধ্য দিয়ে উঠে এসেছে বিশ্বায়নের নানা দিক৷

মাদকের আনন্দে মেতে ওঠা আসক্তদের যে বন্দীদশার সূত্রপাত ঘটে, সেই দৃশ্যপট ফুটে ওঠে নিপুণ পরিবেশনায়। এছাড়া অভিনয়ে ফুটে ওঠে প্রাণঘাতী মাদকের ছোবলে প্রাণ হারানো যুবসমাজের গল্প।

মানুষের জীবন সংগ্রামকে ইঁদুর-বিড়ালের খেলার সাথে তুলনার এই নাটকে, চীনা শিল্পীদের নিঃশব্দ অভিনয়ের জাদুতে মূর্ত হয়ে ওঠে অর্থকেন্দ্রিক জীবনের বিড়ম্বনার কাহিনী।