DBC News
ঢাকা কলেজ কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

ঢাকা কলেজ কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

'ঢাকা কলেজ এইচএসসি'৯৫ সোসাইটি' এর কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। গত ২২শে জুন কলেজের টিচার্স লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচনে ঢাকা কলজে এইচএসসি'৯৫ সোসাইটির কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের বার্তা সম্পাদক এ কে এম বদরুল আলম (লিটন) এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন কেপিসিএল এর সিওও ইঞ্জি.আল মামুন এম আতিকুল ইসলাম (আতিক মামুন)। 

ভাইস প্রেসিডেন্ট পদে ডা. মোঃ আতিকুর রহমান ও ব্যারিস্টার শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি পদে মোঃ মঈনুল বারী মহসিন ও সিএফও পদে মোঃ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে যারা নির্বাচিত হয়েছে তার হলেন, মইনুল ইসলাম হিটু, আব্দুর রাজ্জাক, মোঃ হাসিনুর রহমান বাবু, ডা. রাশেদুল হাসান ও মো. মনিরুজ্জামান শেখ মনি।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান খান, রাশেদুল ইসলাম, মুহিব ইকবাল ও আহসান কবির।

নির্বাচনে ঢাকা কলেজের এইচএসসি'৯৫ ব্যাচের ছাত্ররা উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অংশ নেন। খুব শিগগিরই একটি অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান কমিটি নবনির্বাচিতদের হাতে দায়িত্ব তুলে দেবেন বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন

'বাজারে লবণের নামে সোডিয়াম সালফেট'

খাবার লবণের নামে একটি সিন্ডিকেট 'বিষাক্ত সোডিয়াম সালফেট' বাজারে ছাড়ছে। এমন অভিযোগ করেছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স...

শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

সিটি করপোরেশনের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ১৪ তলার বদলে বনানী ডিসিসি ইউনিক কমপ্লেক্স নামে ২৮ তলা ভবন নির্মাণ করার অভিযোগে শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে জিজ্ঞাসাবাদের জন্...

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ বাতিলের দাবি

অধিভুক্তি থেকে সাত কলেজকে বাদ দেয়ার দাবিতে আজও ক্লাস-পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস...

বয়সের ফ্রেমে বন্দি নন তারা

নাটোরের বাগাতিপাড়ার মাসুমা খাতুন দুই বছর আগে মেয়ের সাথে এসএসসি পাস করার পর এবছর পাস করলেন এইচএসসি। অন্যদিকে গালিমপুর গ্রামের আরেক গৃহিনী মলি রানী ছেলের সাথে একস...