DBC News
আবারও বাড়লো স্বর্ণের দাম

আবারও বাড়লো স্বর্ণের দাম

বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার থেকে সারা দেশে, ভরিতে ২ হাজার ৪১ টাকা বৃদ্ধি পাচ্ছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

এর ফলে, ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের ভরি দাম বেড়ে ৫২ হাজার ১৯৬ টাকায় দাঁড়াবে। এছাড়া, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায়। তবে, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি আগের মতোই ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হবে। আর, প্রতি ভরি রুপার দামও আগের দরে ৯৩৩ টাকাই থাকবে।

বর্তমানে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৬ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, প্লাটিনাম বা হোয়াইট গোল্ডের মূল্য ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়বে। সেক্ষেত্রে, প্রতি ভরি প্লাটিনামের মূল্য হবে ৬৩ হাজার ৮৬০ টাকা। যার দাম ছিল ভরি প্রতি ৬১ হাজার ৮১৯ টাকা।

সর্বশেষ, গত ১৮ই জুন ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।

আরও পড়ুন

'বাজারে লবণের নামে সোডিয়াম সালফেট'

খাবার লবণের নামে একটি সিন্ডিকেট 'বিষাক্ত সোডিয়াম সালফেট' বাজারে ছাড়ছে। এমন অভিযোগ করেছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স...

শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

সিটি করপোরেশনের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ১৪ তলার বদলে বনানী ডিসিসি ইউনিক কমপ্লেক্স নামে ২৮ তলা ভবন নির্মাণ করার অভিযোগে শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে জিজ্ঞাসাবাদের জন্...

কর ও শুল্ক আরোপের প্রভাব নির্মাণ খাতে

বাজেটে কর ও শুল্ক আরোপের কারণে, বেড়ে গেছে রড ও সিমেন্টের উৎপাদন খরচ। বেড়ে গেছে দামও। আর তার প্রভাব পড়েছে নির্মাণ খাতে। ফলে ফ্ল্যাটের দাম মধ্যবিত্তের নাগালের বাই...

আইপিওতে কোটা বদল, সুবিধা পাবে না বাজার

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা সুবিধা বাড়ানোতে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি মোটেও বদলাবে না। বরং বিশ্লেষকদের আশঙ্কা- এতে সেকেন্ডারি মার্কেট থেকে বিনিয়োগ ত...