DBC News
নাটোরে এক ছাত্রীকে যৌন নির্যাতন, শিক্ষক আটক

নাটোরে এক ছাত্রীকে যৌন নির্যাতন, শিক্ষক আটক

পঞ্চম শ্রেনীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে নাটোরের লালপুরে এক শিক্ষককে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটককৃত আব্দুল হালিম দুলাল উপজেলার কুজিপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিদ্যালয় চলাকালীন সময়ে শ্রেনী কক্ষের মধ্যে কুজিপুকুর গ্রামের ৫ম শ্রেনীর এক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এসময় ছাত্রীর চিৎকারে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে শিক্ষক দুলালকে আটকে রেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছেন স্থানীয়রা। তারা জানায়, পূর্বে কয়েকবার এ ধরনের ঘৃণিত কাজ করেছেন শিক্ষক দুলাল। ছেলে কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক সাংসদের এপিএসের বাবা হওয়ায় পার পেয়ে যান তিনি।

আরও পড়ুন

গণপিটুনির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্যানচালক মিনু মিয়াকে গণপিটুনি দেয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।সোমবার এই মানববন্ধন থেকে...

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিসহ ১৬ জন গণপিটুনির শিকার

সারা দেশে ছেলেধরা নিয়ে গুজব প্রতিরোধ ও গণপিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনা প্রতিরোধে পুলিশ সুপারদের কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যেও সোমবার দেশের বিভি...

শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

সিটি করপোরেশনের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ১৪ তলার বদলে বনানী ডিসিসি ইউনিক কমপ্লেক্স নামে ২৮ তলা ভবন নির্মাণ করার অভিযোগে শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে জিজ্ঞাসাবাদের জন্...

দুদকের বরখাস্ত পরিচালক বাছির গ্রেপ্তার

ঘুষ কেলেঙ্কারি মামলার আসামি দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে গ্রেপ্তার করেছে দুদক।সোমবার রাতে দারুস সালামের একটি বাসা থেকে তাকে গ্রেপ...