DBC News
পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের পরামর্শ প্রধানমন্ত্রীর

পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের পরামর্শ প্রধানমন্ত্রীর

বুঝে-শুনে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। শক্তিশালী পুঁজিবাজার গঠনে দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোয় জোর দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেন্জ কমিশন ও এশীয় উন্নয়ন ব্যাংক দেশে প্রথমবারের মতো আয়োজন করেছে ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক সেমিনার। সোমবার সকালে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চার দিনের এই আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় পুঁজিবাজার শক্তিশালী করতে দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোয় জোর দেন প্রধানমন্ত্রী।

বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে, পুঁজিবাজারে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দেন সরকার প্রধান।

এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো অপারেশনের ফাইন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিশিয়েটিভের এই সেমিনারে দেশ বিদেশের অংশগ্রহণকারীরা উপকৃত হবেন বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

নতুন নেতৃত্ব পেল ছাত্রদল

দীর্ঘ ২৮ বছর পর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল ছাত্রদল। মধ্যরাতে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব প...

জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ সম্পন্ন

অবশেষে নান জল্পনা কল্পনা শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের সভাপতি-সম্পাদক পদে ভোটগ্রহণ শেষ হল। বুধবার রাত ৮টা ৪০মিনিটে, বিএনপির স্থায়ী...

ডিজিটাল দুর্নীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ: দুদক চেয়ারম্যান

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন হচ্ছে কিনা, তা দুর্নীতি দমন কমিশন (দুদক) খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘এ...

'আলোচনা করেই গ্রামীণ ফোন-রবির পাওনা আদায় করা হবে'

আলোচনার মাধ্যমেই গ্রামীণ ফোন ও রবির কাছ থেকে পাওনা আদায় করবে সরকার। তবে গ্রামীণ ফোনকে এ বিষয়ক মামলা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস...