DBC News
পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের পরামর্শ প্রধানমন্ত্রীর

পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের পরামর্শ প্রধানমন্ত্রীর

বুঝে-শুনে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। শক্তিশালী পুঁজিবাজার গঠনে দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোয় জোর দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেন্জ কমিশন ও এশীয় উন্নয়ন ব্যাংক দেশে প্রথমবারের মতো আয়োজন করেছে ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক সেমিনার। সোমবার সকালে, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চার দিনের এই আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় পুঁজিবাজার শক্তিশালী করতে দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোয় জোর দেন প্রধানমন্ত্রী।

বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে, পুঁজিবাজারে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দেন সরকার প্রধান।

এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো অপারেশনের ফাইন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিশিয়েটিভের এই সেমিনারে দেশ বিদেশের অংশগ্রহণকারীরা উপকৃত হবেন বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

'বাজারে লবণের নামে সোডিয়াম সালফেট'

খাবার লবণের নামে একটি সিন্ডিকেট 'বিষাক্ত সোডিয়াম সালফেট' বাজারে ছাড়ছে। এমন অভিযোগ করেছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স...

শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

সিটি করপোরেশনের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ১৪ তলার বদলে বনানী ডিসিসি ইউনিক কমপ্লেক্স নামে ২৮ তলা ভবন নির্মাণ করার অভিযোগে শীর্ষ ব্যবসায়ী নূর আলীকে জিজ্ঞাসাবাদের জন্...

কর ও শুল্ক আরোপের প্রভাব নির্মাণ খাতে

বাজেটে কর ও শুল্ক আরোপের কারণে, বেড়ে গেছে রড ও সিমেন্টের উৎপাদন খরচ। বেড়ে গেছে দামও। আর তার প্রভাব পড়েছে নির্মাণ খাতে। ফলে ফ্ল্যাটের দাম মধ্যবিত্তের নাগালের বাই...

আইপিওতে কোটা বদল, সুবিধা পাবে না বাজার

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা সুবিধা বাড়ানোতে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি মোটেও বদলাবে না। বরং বিশ্লেষকদের আশঙ্কা- এতে সেকেন্ডারি মার্কেট থেকে বিনিয়োগ ত...