DBC News
শুরু হচ্ছে বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস

শুরু হচ্ছে বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস

তথ্যপ্রযুক্তিতে তরুণদের আগ্রহ বাড়াতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস আয়োজন করতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড। প্রতিযোগিতার মাধ্যমে ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টিকে দেয়া হবে পুরস্কার।

এ উপলক্ষ্যে রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে মঙ্গলবার, আয়োজিত এক সংবাদ সম্মলনে সংগঠনটির নেতারা জানান, প্রতিযোগিতার বিজয়ীদের আগামী ১৮ থেকে ২৩ নভেম্বর ভিয়েতনামের হা লং বে-তে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসেও অংশ গ্রহণের সুযোগ করে দেয়া হবে। ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের জন্য তথ্য প্রযুক্তির নানা বিষয়ে প্রকল্প জমা দেয়ার যাবে ১৮ জুলাই পর্যন্ত। আয়োজকরা জানান, এ অ্যাওয়ার্ডের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে থাকা উদ্ভাবনী ও সম্ভবনাময় প্রকল্পগুলোতে উৎসাহিত করতে চায় বেসিস।