DBC News
বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

কুমিল্লার লালমাই এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় জেলার লালমাই উপজেলার কেশনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেশনপাড় এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে দোয়েল পরিবহণের বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ চারজন নিহত হয়েছে।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। কুমিল্লা হাইওয়ে পুলিশ এ ঘটনা নিশ্চিত করে।