DBC News
বিশ্বকাপের সেরা একাদশে সাকিব আল হাসান

বিশ্বকাপের সেরা একাদশে সাকিব আল হাসান

বিশ্বকাপে দুর্দান্ত খেলার ফল পেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এ কীর্তি গড়লেন সাকিব।

৮ ম্যাচে ৬০৬ রান, ৮৬.৫৭ গড় আর ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার দৌড়েও এগিয়ে ছিলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। সেরা একাদশে চারজনই চ্যাম্পিয়ন ইংল্যান্ড টিমের। ওপেনার হিসেবে আইসিসির তালিকায় জেসন রয় ও রোহিত শর্মা। সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কেন উইলিয়ামসনকে। সাকিবের পজিশন চার আর পাঁচে আছেন জো রুট আর। ছয়ে আছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। উইকেট কিপার অজি তারকা অ্যালেক্স ক্যারি। দলে সাকিব বাদে জায়গা পাননি আর কোন স্পিনার। চার ফাস্ট বোলার হলেন মিচেল স্টার্ক, জোফরা আর্চার, লকি ফার্গুসন আর জাসপ্রিত বুমরাহ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন

আফগানদের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট: মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টে বাংলাদেশকেই ফেভারিট, বলছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট অভিজ্ঞতায় এগিয়ে থাকার ফায়দা নিতে চায় টাইগাররা।  রশিদ খানের দল স্পিন...

হেডিংলিতে অবিশ্বাস্য বেন স্টোকস: লিখলেন অমর কাব্য

হেডিংলি টেস্টে ইংল্যান্ড যেন মুদ্রার দুই পিঠ। প্রথম ইনিংসে ৬৭ রানে গুটিয়ে যাওয়া দলটাই নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল। অবিশ্বাস্য ১৩৫ র...

ডাক পেলেন শফিউল ইসলাম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে শফিউল ইসলামকে ডেকেছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ১৫তম সদস্য হিসেবে ২৯ বছর বয়সী এই পেসারকে দলে নেয়া...

ফাইনালে সিদ্ধান্ত ভুল ছিলো: ধর্মসেনা

বিশ্বকাপ ফাইনালে ৬ রান দেবার ভুল সিদ্ধান্তের কথা স্বীকার করলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। ভুল স্বীকার করলেও বলেছেন এর জন্য কোন অনুশোচনা নেই তার। এদিকে ওয়েস্ট ইন্ড...