DBC News
শ্রীলঙ্কা সফরে আজ টাইগারদের প্রস্তুতি ম্যাচ

শ্রীলঙ্কা সফরে আজ টাইগারদের প্রস্তুতি ম্যাচ

শ্রীলঙ্কা সফরে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। পিসারা ওভালে সকাল পৌনে ১১ টায় লঙ্কান বোর্ড একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ।

দলের সঙ্গে যোগ দিয়েছেন বাকী চার ক্রিকেটার সাব্বির, মিঠুন, এনামুল আর ফরহাদ রেজা। প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে তাদের যে কাউকেই। বোলিং, ফিল্ডিং আর ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে নিজেদের পরখ করে নেয়ার সুযোগ ভালো ভাবে কাজে লাগাতে চায় তামিম, মুশফিকরা।

সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ২৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। আর শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। সিরিজ শেষ করে ১ আগস্ট দেশে ফিরার কথা টাইগারদের।