DBC News
মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস আজ

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস আজ

বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক’খ্যাত অভিনেতা উত্তম কুমারের প্রয়াণ দিবস আজ। ১৯৮০ সালের এ  দিনে কলকাতায় মারা যান উত্তম কুমার। তার প্রকৃত নাম অরুণকুমার চট্টোপাধ্যায়।

তিনি একাধারে একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক এবং পরিচালক। উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘দৃষ্টিদান’। বসু পরিবার চলচ্চিত্রে তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন। এরপর প্রথমবারের মতো সুচিত্রা সেনের বিপরীতে সাড়ে চুয়াত্তর মুক্তি পাবার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন।

এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম-সুচিত্রা জুটির সূত্রপাত হয়। এরপর তারা একসাথে হারানো সুর, পথে হল দেরী, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকা চলচ্চিত্রসহ বেশ কিছু ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন।

বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন উত্তমকুমার। চলচ্চিত্রের পাশাপাশি সফলভাবে মঞ্চেও অভিনয় করেছেন এই মহানায়ক।

আরও পড়ুন

উল্টো বই ধরে ট্রলের শিকার জাহ্নবী কাপুর

সম্প্রতি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর একটি দিল্লিতে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশে নেন। সেই অনুষ্ঠানে বই উদ্বোধনের সময় অসাবধানতায় বই উল্টো করে ধরেন জাহ্নবী।...

নয় বন্ধুর শিল্পকর্ম প্রদর্শনী অলিয়ঁসে

অলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে চলছে নয় বন্ধুর শিল্পকর্ম প্রদর্শনী। 'কালারস' শিরোনামের এই শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নিয়েছেন চারুকলা ইনস্টিটিউটের নয়জন প্রাক্তন শি...

নয় বন্ধুর শিল্পকর্ম প্রদর্শনী অলিয়ঁসে

অলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে চলছে নয় বন্ধুর শিল্পকর্ম প্রদর্শনী। 'কালারস' শিরোনামের এই শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নিয়েছেন চারুকলা ইনস্টিটিউটের নয়জন প্রাক্তন শি...

শিল্পকলায় 'রাত ভরে বৃষ্টি'

দাম্পত্য জীবনের নানান জটিল সমীকরণ নিয়ে বুদ্ধদেব বসুর উপন্যাস 'রাত ভরে বৃষ্টি'। উপন্যাসটিকে এবার নাট্যরূপ ও নির্দেশনা দিয়ে মঞ্চায়িত করলো আপস্টেজ নাট্যদল। শিল্পকল...