DBC News
বাঙালি তরুণী চিকিৎসক হলেন মিস ইংল্যান্ড

বাঙালি তরুণী চিকিৎসক হলেন মিস ইংল্যান্ড

মিস ইংল্যান্ড- ২০১৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন একজন তরুণী চিকিৎসক। তিনি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি। তার নাম ভাষা মুখার্জি (২৩)। কয়েক ডজন মডেলের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে তিনি্ইেএই শিরোপা পান।   

বৃহস্পতিবার সন্ধ্যায় মিস ইংল্যান্ডের চূড়ান্ত পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ভাষা মুখার্জি বোস্টনে একটি হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে চাকরি শুরু করেছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।  

ওই তরুণী ইংল্যান্ডের ডার্বি শহরে বসবাস করেন। প্রাতিষ্ঠানিকভাবে ‘মেধাবী’ উপাধি পাওয়া এই তরুণী পাঁচটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। শুধু তাই নয়, নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে একটি চিকিৎসা বিজ্ঞান, অন্যটি মেডিসিন ও সার্জারি বিষয়ে দুটি পৃথক ডিগ্রিও অর্জন করেছেন তিনি।

প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে ভাষা মুখার্জি বলেছিলেন, ‘কিছু মানুষ মনে করে সুন্দরী প্রতিযোগিতায় যারা আসেন, তারা নির্বোধ-বোকাসোকা হন। কিন্তু আমরা তা ভুল প্রমাণ করেছি।’ মেডিকেলে পড়া শুরুর কিছুদিন পর মডেলিং শুরু করেন তিনি। 

ভাষা মুখার্জির জন্ম ভারতে। তার বয়স যখন নয় বছর, তখন তার পরিবার পাড়ি জমায় যুক্তরাজ্যে। 

আরও পড়ুন

আকাশে হেলিকপ্টার ও প্লেনের সংঘর্ষ, নিহত ৭

স্পেনের মালোরকা দ্বীপের মধ্য আকাশে হেলিকপ্টার ও প্লেনের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দুপুরে জনপ্রিয় পর্যটন দ্বীপ মালোরকার উত্তরে ইনকার কাছে এই...

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের সবচেয়ে বড় হামলা

রবিবার সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনি বাহিনী স্বল্প পাল্লার দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের...

উল্টো বই ধরে ট্রলের শিকার জাহ্নবী কাপুর

সম্প্রতি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর একটি দিল্লিতে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশে নেন। সেই অনুষ্ঠানে বই উদ্বোধনের সময় অসাবধানতায় বই উল্টো করে ধরেন জাহ্নবী।...

নয় বন্ধুর শিল্পকর্ম প্রদর্শনী অলিয়ঁসে

অলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে চলছে নয় বন্ধুর শিল্পকর্ম প্রদর্শনী। 'কালারস' শিরোনামের এই শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নিয়েছেন চারুকলা ইনস্টিটিউটের নয়জন প্রাক্তন শি...