DBC News
নতুন উসাইন বোল্টের সন্ধান মিলেছে

নতুন উসাইন বোল্টের সন্ধান মিলেছে

উসাইন বোল্টের ক্যারিয়ার শেষ। তবে, আমেরিকায় নাকি মিলেছে নতুন বোল্টের সন্ধান। নাম তাঁর রুডলফ ইনগ্রাম জুনিয়র। বয়স মোটে সাত। তবে, এখন থেকেই নানা রেকর্ড দুমড়ে মুচড়ে দিচ্ছেন "ব্লেইজ" নামে খ্যাত ইনগ্রাম।

চার বছর বয়স থেকেই দৌঁড়ে চলেছেন রুডলফ। বর্তমান বয়স সাত। ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। ওঁর সাথে প্রতিযোগিতায় নামা মানেই যেন অন্যরা দৌঁড়ায় শুধুই দ্বিতীয় হওয়ার জন্য। ষাট মিটার দৌঁড়াতে ইনগ্রামের সময় লাগে ৮.৯৬ সেকেন্ড। ১০০ মিটার দৌঁড়ান ১৩.৪৮ সেকেন্ডে।

বয়স কম, তাতে কি? ইতিমধ্যেই জিতেছেন কত পদক। আসছে দিনের উসাইন বোল্ট হওয়ার সম্ভাবনা রুডলফ ইনগ্রামের প্রবল। এই বয়সেই দারুণ ফিটনেস, অফুরান দম। বোল্টের মতই জীবনটা উপভোগ করতে জানেন আবার কঠোর পরিশ্রম করতেও ভাবেন না।বাবার পছন্দ ট্র্যাক এন্ড ফিল্ড। তবে ছেলের ভালো লাগে আমেরিকান ফুটবল। জন্ম, বেড়ে ওঠা ফ্লোরিডার ট্যাম্পায়।

ইতিমধ্যেই আমেরিকায় ঝড় তুলতে শুরু করেছেন রুডলফ ইনগ্রাম জুনিয়র। ইনস্টাগ্রামেই ওঁর ফলোয়ার ৫ লাখ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে ইনগ্রামের নাম যে ছড়িয়ে পড়বে দ্রুতই মিলছে সেই প্রমাণও।