DBC News
ছুটির দিনেও খোলা ব্যাংকের বিশেষ শাখা

ছুটির দিনেও খোলা ব্যাংকের বিশেষ শাখা

আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা। কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনা অনুযায়ী, যেসব শাখায় গার্মেন্টস ও শিল্পকারখানার বেতন-ভাতার সংশ্লিষ্টতা আছে সেসব শাখায় লেনদেন হবে আজও।

এছাড়াও কোরবানির পশুর হাট সংশ্লিষ্ট এলাকায় লেনদেনের সুবিধা জন্য বিশেষ ব্যবস্থায় ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে এরমধ্যে ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার উদ্যোগ নিয়েছে ব্যাংকগুলো। হাটে লেনদেনের সুবিধার জন্য সন্ধ্যার পরও চলবে ব্যাংকের কার্যক্রম।

এদিকে, গ্রাহকের নগদ টাকার চাহিদাপুরণে দেশের সব এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। পশুর হাটগুলোর আশেপাশের বুথগুলোতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ছুটিতে ব্যাংকের ভল্ট ও শাখার নিরাপত্তায় সর্তক রয়েছে ব্যাংকগুলো।