DBC News
বন্দুকযুদ্ধে ৩০ মামলার আসামি এক ডাকাত নিহত

বন্দুকযুদ্ধে ৩০ মামলার আসামি এক ডাকাত নিহত

পটুয়াখালীর বল্লভপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৩০ মামলার আসামি ও ডাকাত সর্দার চাঁন মিয়া হাওলাদার নিহত হয়েছে। শনিবার রাত তিনটায় কুয়াকাটা মহাসড়কের বল্লভপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বল্লভপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চিহ্নিত ডাকাত সর্দার চানমিয়া হাওলাদার ও সঙ্গীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। এসময়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

পরে, রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় চাঁনমিয়াকে আটক করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত চাঁনমিয়া সিরিজ ডাকাতিসহ শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া, তার নামে পটুয়াখালী ও বরগুনা থানায় অন্তত ৩০টি মামলা রয়েছে।