DBC News
রাজশাহীতে প্রতিঘণ্টায় অন্তত একজন ডেঙ্গুতে আক্রান্ত

রাজশাহীতে প্রতিঘণ্টায় অন্তত একজন ডেঙ্গুতে আক্রান্ত

রাজশাহীতে প্রতিঘণ্টায় অন্তত একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরীর ১৪টি জায়গায় পাওয়া গেছে এডিস মশার লার্ভা। এতে, ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

জেলার হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ডেঙ্গুর চিকিৎসা নিয়েছে প্রায় তিনশ জন। এদের মধ্যে দুইশজনই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

শহরের ১৪টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এরমধ্যে, রাজশাহী মেডিক্যাল কলেজ অধ্যক্ষের বাসভবন, ফাল্গুনী ছাত্রী নিবাস, হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডেও মিলেছে এডিসের লার্ভা। আর ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে জেলার স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সংগঠন।

হাসপাতালের ভেতরেই এডিস মশার লার্ভা পাওয়ায় আতংকে নগরবাসী। এডিস মশা নির্মূলে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ডেঙ্গু যাতে মহামারি আকারে ছড়াতে না পারে সে লক্ষ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপের কথা জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুন

ভর মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছে না চাঁদপুরের জেলেরা

ভর মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছে না চাঁদপুরের জেলেরা। দিনভর জাল ফেলে যে পরিমাণ মাছ মিলছে তা বিক্রি করে সংসার চালানো কঠিন। এদিকে মেঘনায় ইলিশ না মিললেও দক্ষিণাঞ্চল থ...

ভোলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ মোঃ মনির (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনি...

ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে

সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে; আজ সোমবার হাইকোর্টে উপস্থাপিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে, ভারতীয় কোম্পানি থেকে আনা হয়েছে নতুন মশ...

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৯৯ জন

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (২৪-২৫শে আগস্ট) সারাদেশে নতুন ভর্তি হওয়া রোগীর...

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৯৯ জন

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (২৪-২৫শে আগস্ট) সারাদেশে নতুন ভর্তি হওয়া রোগীর...

৫৯ শতাংশ ডেঙ্গু রোগীই ঢাকার হাসপাতালে

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে তার ৫৯ শতাংশই ঢাকায়। তার মধ্যে শুধু সরকারি হাসপাতালেই ভর্তি ৬১ শতাংশ রোগী। সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়ে...