DBC News
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় দশজন আহত হয়েছে। শনিবার উপজেলার কাইচাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঠান্ডুর সমর্থকরা হাসানুজ্জামানের ভাই কেন্দ্রীয় যুবলীগ নেতা হানিফের ওপর হামলা চালায়। এসময় হানিফ হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে রওশন ও তুহিন নামে দুজন নিহত হয়। সংঘর্ষে ঠান্ডুর দশ সমর্থক আহত হয়েছে।

এদিকে, সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, আতঙ্কে আছে স্থানীয়রা।