DBC News
ডেঙ্গুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মারা গেছে তিনজন। অ্যাপোলো হাসপাতালে মারা যাওয়া ঢাবি শিক্ষার্থীর নাম রিফাত হাসান। এছাড়া, ময়মনসিংহ ও নোয়াখালিতে দুই জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

বিকেলে, রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান ওই শিক্ষার্থী। এর আগে, দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের। মৃত্যু হওয়া তরুণের নাম ফরহাদ। আর, ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে আমির হোসেন নামে এক বৃদ্ধের।

এদিকে, গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে দুই হাজার তিনশ' ৩৪ জন রোগী ভর্তি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু আক্রান্তদের সেবা দিতে হাসপাতালগুলোতে সার্বক্ষণিক সেবার ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া, পঙ্গু হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট।

আরও পড়ুন

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৯৯ জন

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (২৪-২৫শে আগস্ট) সারাদেশে নতুন ভর্তি হওয়া রোগীর...

'বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, প্রমাণ আছে'

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার অনেক প্রমাণ আছে বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীতে শোকের মাস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা স...

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৯৯ জন

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (২৪-২৫শে আগস্ট) সারাদেশে নতুন ভর্তি হওয়া রোগীর...

৫৯ শতাংশ ডেঙ্গু রোগীই ঢাকার হাসপাতালে

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে তার ৫৯ শতাংশই ঢাকায়। তার মধ্যে শুধু সরকারি হাসপাতালেই ভর্তি ৬১ শতাংশ রোগী। সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়ে...