DBC News
বড় জয়ে মৌসুম শুরু ম্যানসিটির

বড় জয়ে মৌসুম শুরু ম্যানসিটির

রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে বড় জয় দিয়েই মৌসুম শুরু করলো ম্যানচেস্টার সিটি। ইপিএলের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-০ গোলে হারিয়েছে আগের দুই সিজনের চ্যাম্পিয়ন দ্য ব্লুজ।

ম্যাচের ২৫ মিনিটেই কাইল ওয়াকারের অ্যাসিস্টে গোল করে ম্যানসিটিকে লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। ফার্স্ট হাফটা এই ব্যবধানেই শেষ করে দু’দল। ম্যাচের ৫১ মিনিটে লিড ডাবল করেন স্টারলিং। ৭৫ মিনিটে পূরন করেন নিজের জোড়া গোল। ৮৪ মিনিটে একটা পেনাল্টি মিস করলেও দুই মিনিট বাদে গোল করে সেটা পুষিয়ে দেন সার্জিও আগুয়েরো।

স্টপেজ টাইমে হ্যাটট্রিক পূরন করেন ইংলিশ ফরোয়ার্ড স্টারলিং। গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার দলের এবারের টার্গেট হ্যাটট্রিক ইপিএল টাইটেল জয়। লক্ষ্য পূরনের শুরুটা দারুনভাবেই করলো তারা।