DBC News
ইপিএলে ম্যানইউ-চেলসি লড়াই

ইপিএলে ম্যানইউ-চেলসি লড়াই

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম হাইভোল্টেজ লড়াই। ওল্ড ট্রাফোর্ডে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ম্যাচ শুরু হবে আজ (রবিবার) রাত সাড়ে ৯টায়।

ঘরের মাঠে নতুন সাজে সাজা ম্যানইউ'র সামনে ফ্রাংক ল্যাম্পার্ডের চেলসি। ব্লুজ কোচ হিসেবে এটাই হতে যাচ্ছে সাবেক চেলসি তারকার প্রথম কম্পিটিটিভ ম্যাচ।

দুই দলেই আছে বেশ কিছু ইনজুরি সমস্যা। ওলে গানার শোলসকায়ার পাচ্ছেন না দলের সেরা তারকা পল পগবাকে। আরও থাকছেন না এরিক বেইলি ফসু মেনসাহ। অন্যদিকে, চেলসির লিস্টটা আরও বড়। ডিফেন্ডার রুডিগারের সাথে নাই ফরওয়ার্ড লাইনের তিনজন। উইলিয়ান, লফটাস-চিক, হাডসন-উদয়, ইনজুরি আছে সবারই। তবে, জিততে মরিয়া দুই দলই।