DBC News
প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ তিন জন নিহত

প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ তিন জন নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই জন।

বুধবার সকালে, ঈশ্বরগঞ্জের কাঁঠালবাগান গ্রামে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ওই এলাকার হাসেম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই হাসেম উদ্দিন, তার ছেলে জহিরুল নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান হাসেমের ভাতিজা আজিবুল।

কি কারণে কারা তাদের হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে ও জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।