DBC News
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাস দুটির অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন। দুপুরে জেলার শাজাহানপুরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আড়িয়া বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় বগুড়া থেকে ঢাকাগামী বাসের সঙ্গে ঢাকা থেকে রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রংপুরের খায়রুল আনাম ও তার স্ত্রী রানু বেগম। দুর্ঘটনায় আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।