DBC News
লেবাননে বাংলাদেশি নারী শ্রমিকের মৃত্যু

লেবাননে বাংলাদেশি নারী শ্রমিকের মৃত্যু

লেবাননে ফাহিমা বেগম নামে এক প্রবাসী বাংলাদেশী নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

লেবাননের জালা জলদীপ নামক স্থানে মঙ্গলবার এ ঘটনা ঘটে। তাকে মৃত অবস্থায় রুমে পাওয়া গেলে বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়। পরে দূতাবাস লেবাননের প্রশাসনের সহায়তায় মরদেহ উদ্ধার করে। 

ময়নাতদন্তে বলা হয়, ফাহিমা বেগমের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা আছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি তার পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।