DBC News
'বঙ্গবন্ধুর হত্যাকারিদের ফাঁসির রায় কার্যকর করতে হবে'

'বঙ্গবন্ধুর হত্যাকারিদের ফাঁসির রায় কার্যকর করতে হবে'

বঙ্গবন্ধুর হত্যাকারিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে; ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এই দাবী জানান। 

সাগর চৌধুরী জানান, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান ডক্টর নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আব্দুস সালাম, গোলাম মহিউদ্দীন, আব্দুর রহমান চৌধুরী, শওকত ওসমান প্রমুখ । 

প্রধান বক্তা ছিলেন, ফ্রেন্ডস এর সাধারণ সম্পাদক জাকির হোসেন। বক্তব্য রাখেন, মেহেদী হাসান মুরাদ, আরকান শরিফসহ আরও অনেকে। 

আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের শাহাদাত বরনকারি সকল সদস্যের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় ।