DBC News
সিঙ্গাপুরের মাদাম তুঁসোর জাদুঘরে শ্রীদেবীর মোমের মূর্তি

সিঙ্গাপুরের মাদাম তুঁসোর জাদুঘরে শ্রীদেবীর মোমের মূর্তি

শ্রীদেবীর মোমের মূর্তি স্থাপিত হল মাদাম তুঁসোর সিঙ্গাপুরের জাদুঘরে। প্রয়াত এই অভিনেত্রীর মোমের মূর্তি উন্মোচন করেন তার স্বামী ও চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর এবং দুই কন্যা জাহ্নবী এবং খুশি কাপুর।

বনি কাপুরের সঙ্গেই সিঙ্গাপুর যান তার ভাই সঞ্জয় কাপুর। সঞ্জয় কাপুরই এই বিশেষ দিনটিতে একটি মর্মস্পর্শী বার্তা দিয়ে শ্রীদেবীর মোমের মূর্তির ফার্স্ট লুকটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সঞ্জয় লিখেছেন, 'তিনি চিরকালই আমাদের অন্তরে বাস করবেন।'

শ্রীদেবীর অনুরাগীদের কাছে এই মোমের মূর্তিটির গুরুত্ব এতটু আলাদা। এটি ১৯৮৭ সালে মিস্টার ইন্ডিয়া চলচ্চিত্রে শ্রীদেবীর হাওয়া হাওয়াই লুক থেকেই অনুপ্রাণিত।

মোমের মূর্তি ছাড়াও মাদাম তুঁসো সিঙ্গাপুর জাদুঘরে একটি বিশেষ স্মৃতি প্রাচীর নির্মিত হয়েছে যেখানে ভক্তরা প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে পারবেন। মাদাম তুঁসো সিঙ্গাপুর কর্তৃপক্ষ শ্রীদেবীর মূর্তিকে জাদুঘরে 'অনন্য এবং 'নিজস্ব সংযোজন' হিসাবেই বর্ণনা করেছে।