DBC News
বছরব্যাপি অনুশীল চলবে হকি খেলোয়াড়দের

বছরব্যাপি অনুশীল চলবে হকি খেলোয়াড়দের

বঙ্গবন্ধু এশিয়া কাপ জুনিয়র ও বিশ্বকাপ বাছাই হকিতে ভাল করতে অনুশীলনে নেমেছেন কোচ মামুনুর রশিদ। বাছাই করা ৪১ খেলোয়াড় নিয়ে এ অনুশীলন চলবে ২০২০ সালের জুন মাস পর্যন্ত। মাঝে খেলা হবে প্রায় ৫০ টি প্রস্তুতি ম্যাচও। ১৬ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ১৮ সদস্যের দল।

আশরাফুল, শিশির, নাঈমুদ্দিন, শাওন মূল জাতীয়  দলের এই চার খেলোয়াড় আছেন অনূর্ধ্ব -২১ দলের এই ক্যাম্পে। বাকিরা সবাই নতুন।

ঢাকায় এশিয়া কাপ জুনিয়র হকি আয়োজনে কদিন আগেই সম্মতি মিলেছে এশিয়ান হকি ফেডারেশনের।ঢাকায় আসর বসবে ২০২০ সালের জুনে। ঐ বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ হওয়ায় টুর্নামেন্ট হবে তাঁর নামে।

স্বাগতিক হওয়ায় ভাল করা চাই। সে কথা মাথায় রেখে গেল ১ আগস্ট সারা দেশের শ'খানেক খেলোয়াড় থেকে বাছাই  করা হয় এই ৪১ জনকে।

জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নবীণদের সাথে ভাগভাগি করে ভাল কিছু করাই লক্ষ্য অনূর্ধ্ব-২১ হকি দলের ডিফেন্ডার আশরাফুলের।

দলে নতুন মুখ দেবাশীষ কুমার বলছেন ঘরের মাটিতে বড় আসরে লড়তে প্রস্তুত হতে চান সেরা হবার জন্যই।

১৮ সেপ্টেম্বর দল ঘোষণা হবে ১৮ খেলোয়াড়ের। ১৬ টি প্রস্তুতি ম্যাচ খেলতে ২৬ সেপ্টেম্বর ভারতে যাবে দল। সেখান থেকে ফিরে মালয়শিয়াতেও খেলবে একটি টুর্নামেন্ট। মাঝে প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা আছে ওমান দলেরও।