DBC News
শুরু হচ্ছে ৩৩ তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা

শুরু হচ্ছে ৩৩ তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৩৩ তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। আসন্ন সাউথ এশিয়ান গেমসে পদক জয়ে জাতীয় এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।

দুপুরে অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। ৩ দিন ব্যাপি এ আসরে জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, শিক্ষা বোর্ড ওসার্ভিসেস সংস্থার ৩৯০ জন বালক ও ১৯৫ জন প্রতিযোগী।

এ আসরে বালক ও বালিকাদের মোট ৫ টি গ্রুপে ভাগ করা হবে। অনূর্ধ্ব -১০, ১১ থেকে ১২, ১৩ থেক ১৪, ১৫ থেক ১৭ এবং ১৮ থেকে ২০ বছর বয়সের ভিত্তিতে হবে প্রতিযোগিতা।

এছাড়া ১ মিটার স্প্রিং বোর্ড, ৩ মিটার স্প্রিং বোর্ড এবং ৫ মিটার প্লাটফর্ম ডাইভিং ইভেন্টেও অংশ নেবেন সাঁতারুরা।