DBC News
টেকনিক্যাল গাইড বুক পাঠায়নি নেপাল

টেকনিক্যাল গাইড বুক পাঠায়নি নেপাল

এসএ গেমসের ১৩ তম আসর বসতে বাকি আর ৩ মাস। কিন্তু এখনো টেকনিক্যাল গাইড বুক পাঠাতে পারেনি আয়োজক দেশ নেপাল। সে কারনে ক্যাম্পে থাকা দল গুলোর আকার নির্ধারন করতে পারছে না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ। প্রতিপক্ষ দেশ গুলোর তুলনায় অল্প সময়ের প্রস্তুতিতেই গেল আসরের তুলনায় বেশি পদক প্রাপ্তির আশা বিওএ এর।

ডিসেম্বরে নেপালের কাঠমুন্ডু ও পোখরায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। আসরকে সামনে রেখে দেরিতে হলেও বিওএ' র তত্তাবধানে প্রস্ততি শুরু করেছে ফেডারেশন গুলো।

গেমসের মাত্র ৩ মাস বাকি থাকলেও এখনো টেকনিক্যাল গাইড লাইন হাতে পায়নি বিওএ।

এই কারণেই অংশ  নিতে যাওয়া দল গুলোর খেলোয়াড় সংখ্যা নির্ধারণ ও প্রয়োজনীয় কিটস প্রদানে সমস্যায় পরেছেন বিওএ কর্তরা। মন্ত্রণালয়ে ধর্ণা দিতে হচ্ছে অর্থের খোঁজে।

তবে অল্প সময়ের প্রস্তুতিতেই ভাল ফলাফলের আশা করছে বিওএ। সে জন্য প্রত্যেক ডিসিপ্লিনের অ্যথলিটদের নিয়মিত প্রশিক্ষণ, করা হয়েছে বাধ্যতা মুলকপ্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে এসএ গেমস আয়োজকদের সাথে যোগাযোগ অব্যহত আছে। আর সমস্যা নিরসনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিওএ।