DBC News
ক্লাসে দেরিতে উপস্থিত হওয়ায় ছাত্রীকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

ক্লাসে দেরিতে উপস্থিত হওয়ায় ছাত্রীকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

টিফিনের সময় বিদ্যালয়ের বাইরে এসে টিফিন খেয়ে ক্লাসে দেরিতে উপস্থিত হওয়ায় জয়পুরহাটে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ নিয়ে গতকাল রবিবার রাতে ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর ওই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ময়না আকতার গত বুধবার ক্লাস শেষে টিফিনের সময় বিদ্যালয়ের বাইরে যায়। টিফিন শেষে ক্লাস শুরুর দুই ঘন্টা পর ময়না স্কুলে আসে। এমন অপরাধে বিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েটিকে স্কুল থেকে বহিস্কার করেন। এ নিয়ে গতকাল রবিবার রাতে ডিবিসি নিউজে একটি প্রতিবেদন প্রচারিত হলে টনক নড়ে জেলা শিক্ষা বিভাগের। সোমবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন। একই সঙ্গে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষককেও কারণ দর্শানোর নোটিশ করে জেলা শিক্ষা বিভাগ।

মানবিক বিষয়টি ডিবিসি সংবাদে প্রচারিত হওয়ায় ওই শিক্ষার্থী, তার অভিভাবক, সহপাঠিসহ এলাকাবাসী কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান ডিবিসি নিউজকে।

আরও পড়ুন

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে আটক ৩

ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির ঘটনায় চট্টগ্রাম নির্বাচন অফিসের কর্মচারী জয়নাল আবেদিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ ল্যাপটপ জব্দ করা...

সিরাজগঞ্জে নার্সকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের কামারখন্দে এক নার্সকে গণধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে ধর্ষিতা কিশোরীর ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ...

জিএস রাব্বানীর অপসারণ চেয়ে চিঠি দিচ্ছেন ভিপি নুর

ডাকসুর জিএস গোলাম রাব্বানীর অপসারণ চেয়ে চিঠি দিচ্ছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। অনৈতিক কর্মকান্ড নিয়ে বিব্রত হওয়ার কথা জানিয়ে ডাকসুর এজিএস সাদ্দাম বলছেন, তারাও ব...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে শোভনের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদ্য পদ হারানো সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আজ সোমবার বিকেল...