DBC News
কাশ্মীর সীমান্তে হামলা চালাতে মাসুদ আজহারকে গোপনে মুক্তি দেয়ার অভিযোগ

কাশ্মীর সীমান্তে হামলা চালাতে মাসুদ আজহারকে গোপনে মুক্তি দেয়ার অভিযোগ

পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারকে গোপনে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে বলে দাবি করছে ভারত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সোমবার এ তথ্য জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর দাবি, শিয়ালকোট-জম্মু ও রাজস্থান সীমান্তে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর জন্য পাকিস্তান ওই জঙ্গি নেতাকে মুক্তি দিয়েছে। ভারতীয় গোয়েন্দারা আরও দাবি করছেন, সন্ত্রাসীদের সহযোগিতা করতেই ওই দুই সীমান্তে সেনা বাড়িয়েছে পাকিস্তান।

পাকিস্তান সরকার এর আগে দাবি করে, এই জঙ্গি নেতা গ্রেপ্তার হয়ে পাকিস্তানের জেলে রয়েছেন। চলতি বছরের মে মাসে মাসুদ আজহারকে ‘জঙ্গি’ হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। আজহারের দল জইশ-ই-মুহাম্মদ সর্বশেষ গত ১৪ই ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে হওয়া সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে।