DBC News
প্রধানমন্ত্রীর প্রতি বিএনপির এমপি হারুনের কৃতজ্ঞতা

প্রধানমন্ত্রীর প্রতি বিএনপির এমপি হারুনের কৃতজ্ঞতা

একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজ নেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। সোমবার, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

সম্পূরক প্রশ্ন করতে গিয়ে হারুনুর রশীদ বলেন, সম্প্রতি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হয়েছে। নতুন এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য হারুনুর রশীদকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

প্রধানমন্ত্রী সে সময় প্রশ্ন করেছিলেন, ‘হারুন কোথায়?’ খোঁজ নেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হারুনুর রশীদ।

আরও পড়ুন

যুবলীগ নেতা খালেদ মাহমুদকে আদালতে নেয়া হচ্ছে

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে গুলশান থানা থেকে আদালতে নেয়া হচ্ছে।  বৃহস্পতিবার দু...

বিশ্বের নামকরা ক্যাসিনো

প্রায় দুই হাজার বছর আগে জুয়া খেলার উত্থান। শুরুর দিকে অনিয়ন্ত্রিত জুয়ার আসরের কারণেই ক্যাসিনোর উৎপত্তি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জুয়ার আসরে চলে ক্যাসিন...

বিএনপির মানিকগঞ্জ কমিটি গঠনের পর নেতাদের গণপদত্যাগ

মানিকগঞ্জে বিএনপির নতুন কমিটি গঠনের এক সপ্তাহের মধ্যেই ৩৩ জনের ২৩ নেতাই পদত্যাগ করেছেন ও শিবালয় উপজেলা বিএনপি থেকেও নেতাকর্মীদের  পদত্যাগ। নেতাকর...

যুবলীগ নেতা খালেদ মাহমুদকে গুলশান থানায় হস্তান্তর

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।  তার বিরুদ্ধ অস্ত...