DBC News
অ্যাশেজের ৫ম ও শেষ টেস্ট কাল 

অ্যাশেজের ৫ম ও শেষ টেস্ট কাল 

সিরিজ বাচানোর মিশনে কাল অ্যাশেজের ৫ম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। অবশ্য এর মধ্যেই ট্রফি নিশ্চিত করেছে অজিরা। ওভালে খেলা শুরু হবে বিকাল ৪টায়।

চতুর্থ টেস্টে দারূণ জয় দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ ট্রফি ধরে রাখে অস্ট্রেলিয়া। ১৮ বছর পর ইংলিশদের মাটিতে ট্রফি পুনরুদ্ধার করে জাস্টিন ল্যাঙ্গারের দল। এর আগে প্রথম টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ২য় টেস্ট হয় ড্র।

হেডেংলিতে ঐতিহাসিক জয়ে সিরিজে ফিরেছিলো স্বাগতিক ইংল্যান্ড। ওভাল টেস্টের একাদশে ফিরেছেন স্যাম কুরান ও ক্রিস ওকস। বাদ পড়েছেন জেসন রয় ও ক্রেগ ওভারটন। কাধের ইনজুরিতে ভুগছেন বেন স্টোকস। ব্যাট করলেও, বল হাতে নাও দেখা যেতে পারে হেডেংলি টেস্টের নায়ককে। পরিবর্তন আসতে পারে অজি একাদশেও।  সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া।