DBC News
আশুগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আশুগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো ৫ বছর বয়সী নাহিদা ও ৭ বছর বয়সী নাদিয়া।

বুধবার সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরের খড়িয়ালা পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু মোহাম্মদ আনোয়ার হোসেনের মেয়ে।  তাদের বাবা জানান, সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে যায় নাহিদা ও নাদিয়া। এই সময় দুই বোন পানিতে পড়ে তলিয়ে যায়। তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়।