আন্তর্জাতিক, ভারত

প্রথম আদিবাসী ও কম বয়সী নারী প্রেসিডেন্ট পাচ্ছে ভারত?

সামান্তা সাইদ খান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জুন ২০২২ ০১:৫৩:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী ঝাড়খণ্ডের সাবেক গভর্নর ও ওড়িশার আদিবাসী নেতা দ্রৌপদী মুর্মু। একই সাথে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হতে পারেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দ্রৌপদী মুর্মুর পক্ষে রাজনৈতিক সমর্থন এখন প্রায় ৫২ শতাংশ। রাজ্যসভা ও লোকসভায় মোট ৭৭৬ জন সংসদ সদস্যের মধ্যে বিজেপির সংসদ সদস্য ৩৯৩ জন। ফলে দ্রৌপদী মুর্মু সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে পারেন বিষয়টি স্পষ্ট।

 

তিনি আঞ্চলিক দলগুলোরও সমর্থন পাবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ওড়িশার নবীন পাটনায়েকের দল বিজেডি তার প্রতি সমর্থন দিয়েছে।

 

এদিকে, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপিসহ বিরোধী দলগুলো মনোনিত করেছে যশবন্ত সিনহাকে। ২৯ জুন পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরি বেছে নিতে ভোটাভুটি হবে ১৮ জুলাই, আর ২১ জুলাই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন