বাংলাদেশ, রাজনীতি

মানুষকে অভুক্ত রেখে সরকার পদ্মা সেতু নিয়ে উৎসব করছে: ফখরুল

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জুন ২০২২ ০৪:৩৯:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের মানুষকে অভুক্ত রেখে পদ্মা সেতু নিয়ে উৎসব করছে সরকার। সিলেটের ৩০ লাখ বানভাসি মানুষের জন্য মাত্র ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। অথচ ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। সরকার উৎখাতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে এসব কথা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্মরণকালের ভয়াবহতম বন্যায় আক্রান্ত সিলেটে ত্রাণ বিতরণের জন্য যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত শেষে রওনা দেন জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত এলাকায়।

 

খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, 'বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে সরকার।' বলেন, সারা দেশের মানুষ যখন দুর্যোগে হাহাকার করছে, সরকার তখন পদ্মাসেতু নিয়ে উৎসবে মেতেছে।'

 

বিএনপি জনগণের দল বলেই জনগণের কাছে এসেছে, আওয়ামী লীগ জনগণের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির নেতারা।

আরও পড়ুন