বাংলাদেশ, রাজধানী

অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ ঘোষণা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) বা মোবাইল ফোন নিবন্ধন ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে 'বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি'। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

রবিবার (৭ই ডিসেম্বর) দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাও করেছেন ব্যবসায়ীরা। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে- এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বর্তমান কাঠামোতে বাস্তবায়িত হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

 

উল্লেখ্য, টেলিযোগাযোগ খাতের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৬ই ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে, যার ফলে নিবন্ধনবিহীন আমদানি করা মোবাইল বন্ধ হয়ে যাবে। এর আগে গত ৩০শে নভেম্বরও ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন