অপরিকল্পিত নগরায়নের আগ্রাসনে বন্দরনগরী চট্টগ্রামে দিন দিন আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি।
একসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের বেশ কিছু এলাকায় চাষাবাদ হলেও এখন আবাসন নির্মাণসহ নানা কারণে সেসব জমি বেদখল হয়ে গেছে। বর্তমানে পতেঙ্গা, ডবলমুরিং ও পাঁচলাইশসহ নগরীর অল্প কিছু জমিতে কৃষিকাজ টিকে আছে।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর ৬৮৮ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে মাত্র ৪৭৭ হেক্টর জমিতে। গত অর্থবছরে শীতকালীন সবজি ৮৭৩ হেক্টর জমিতে আবাদ হলেও এবার তা কমে ৮৫৫ হেক্টরে দাঁড়িয়েছে।
নগরায়নের পাশাপাশি চাষের জন্য পানি ও সেচ ব্যবস্থার তীব্র সংকট এবং সুয়ারেজ সমস্যার কারণেও আবাদ কমছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি এবং শুষ্ক মৌসুমে চর জেগে ওঠায় ফসলি জমি কমে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, উন্নত প্রযুক্তিতে চাষাবাদের মাধ্যমে ফলন বাড়ানোর চেষ্টা চলছে। তবে কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন নগরবাসী।
ডিবিসি/আরএসএল