বাংলাদেশ, জেলার সংবাদ

অযত্ন আর অবহেলায় হারিয়েছে সিলেট নগরের পর্যটন ঐতিহ্য

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও আধ্যাত্মিক নগরী সিলেটে পর্যটন খাতের অপার সম্ভাবনা থাকলেও, অযত্ন ও অবহেলায় ম্লান হতে বসেছে নগরের ঐতিহাসিক স্থাপনাগুলো।

সুরমা নদীর তীরে অবস্থিত কিনব্রিজ এবং এর পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়িঘর পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও সেখানকার বর্তমান পরিবেশ হতাশাজনক।

 

সরেজমিনে দেখা যায়, ঐতিহাসিক ঘড়িঘরের পাশেই বছরজুড়ে ট্রাক ও পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকে। বৈদ্যুতিক খুঁটির জঞ্জাল, অবৈধ দোকানপাট এবং অগোছালো পরিবেশের কারণে মলিন হয়ে গেছে ঘড়িঘর ও পাশের রবীন্দ্রনাথ স্মৃতিস্তম্ভের সৌন্দর্য। ওয়াকওয়ে দখল হয়ে যাওয়ায় পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটছে। নগরবাসী ও পর্যটকরা মনে করেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই সিলেটের এই ঐতিহ্যগুলো ধ্বংসের মুখে পড়ছে।

 

পর্যটকরা কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি এই খাতে সরকারি বিনিয়োগ ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, নগরকে পর্যটনবান্ধব করে গড়ে তুলতে ইতোমধ্যে নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত পদক্ষেপ নিলে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন