ইউরোপের শক্তিশালী দেশ অস্ট্রিয়াকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে স্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজের দল ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে। এই ম্যাচে হ্যাটট্রিক করে জয়ের নায়ক বনে যান ডিফেন্ডার আমিরুল, যা বিশ্বকাপে তার পঞ্চম হ্যাটট্রিক।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ এবং ফ্রান্সের কাছে ৩-২ গোলে হারলেও, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল দল। আসরের প্রথম ম্যাচে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দেয়ার পর, পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়াকেও ৫-৩ গোলে হারায় বাংলাদেশ। সবশেষ অস্ট্রিয়াকে হারানোর ম্যাচেও আমিরুলের পারফরম্যান্স ছিল স্পটলাইটে। ৫টি হ্যাটট্রিকসহ মোট ১৮টি গোল করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
ডিবিসি/কেএলডি