বাংলাদেশ, জেলার সংবাদ

অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ সিএমপি কমিশনারের

সিনিয়র রিপোর্টার, চট্টগ্রাম

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই নভেম্বর ২০২৫ ১০:৩৩:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

মঙ্গলবার (১১ই নভেম্বর) দুপুরে সিএমপির সকল থানা ও ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের এক বেতার বার্তায় তিনি মৌখিকভাবে এই নির্দেশনা দেন।

 

এর আগেও গত আগস্ট মাসে সিএমপি কমিশনার একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন। সে সময় তিনি বেতার বার্তায় জানিয়েছিলেন, পুলিশের কোনো টহল দলের সামনে বা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে দেখামাত্র গুলি করতে পারবেন।

 

উল্লেখ্য, গত ৫ই নভেম্বর সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তার সঙ্গে থাকা বিএনপি কর্মী সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন