বাংলাদেশ, জেলার সংবাদ

আজ চুয়াডাঙ্গা ও সুন্দরবনসহ দেশের ৫ এলাকা হানাদারমুক্ত দিবস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ ৭ই ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে চুয়াডাঙ্গা, গাইবান্ধা, মোংলা, মাগুরা ও সুন্দরবন এলাকা শত্রুমুক্ত করেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনটিতেই এসব এলাকায় ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা।

চুয়াডাঙ্গায় ৬ই ডিসেম্বর পাকবাহিনী প্রবেশ করলেও মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পরদিন ৭ই ডিসেম্বর তারা জেলা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

 

গাইবান্ধায় ৫ই ডিসেম্বর থেকে শুরু হওয়া তুমুল যুদ্ধের পর বীর প্রতীক মাহবুব এলাহী রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা হানাদারদের হটিয়ে দেন।

 

অন্যদিকে, সুন্দরবনের বিভিন্ন ক্যাম্পে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধারা মোংলা, রামপাল ও শরণখোলা এলাকায় অপারেশন চালাতেন। ৭ই ডিসেম্বর মেজর এম এ জলিল ও মেজর জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে মোংলা ও সুন্দরবন এলাকা সম্পূর্ণরূপে হানাদারমুক্ত হয়। 

 

দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন