ক্যারিবিয়ান ক্রিকেটের অন্যতম বড় তারকা এবং বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের টি-টোয়েন্টি দিয়েই তিনি তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে জায়গা পেয়েছেন রাসেল। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই তিনি বুটজোড়া তুলে রাখবেন। আগামী ২০শে ও ২২শে জুলাই তারিখে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে জ্যামাইকার কিংস্টনে, তার ঘরের মাঠ স্যাবাইনা পার্কে।
রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তিনি ২০১২ এবং ২০১৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
ইনজুরির কারণে গত বছরের শেষের দিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি দলে ছিলেন না। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরেই অবসরের সিদ্ধান্ত জানালেন এই ক্যারিবিয়ান সুপারস্টার। ঘরের মাঠে দর্শকদের সামনেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন তিনি।
তথ্যসূত্র আইসিসি।
ডিবিসি/এমইউএ