বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

আমরা অতিদ্রুত রক্তের ঋণ ভুলে যেতে শুরু করেছি: সাকি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আমাদের অভ্যুত্থান, এতো বড় আত্মত্যাগ, এতগুলো তাজা প্রাণ। কিন্তু, আমরা অতিদ্রুত এই রক্তের ঋণ অস্বীকার অথবা ভুলে যেতে শুরু করেছি।

আজ সোমবার (৮ই ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

সভায় উপস্থিত নেতাদের উদ্দেশ্যে সাকি বলেন, দাবি আদায় করার জন্য আপনাকে প্রয়োজনে আন্দোলন করতে হবে। আপনাদের দল যদি দাবি না মানে, দরকার হলে আপনাকে নিজ দলের বিরুদ্ধে কথা বলতে হবে। এভাবে যদি সামাজিক, রাজনৈতিক সংস্থাগুলো গড়ে না উঠে তাহলে গণতন্ত্র হবে না।

 

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেজন্য ইউনিয়ন পরিষদের যে প্রতিনিধিরা আছে, তাদের ভূমিকা রাখতে হবে। মানুষ যাতে কোনো চাপ বোধ না করে এবং তারা যাতে নিজ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. হাশেম চৌধুরী প্রমুখ।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন