বাংলাদেশ, রাজনীতি

আল্লাহ চাইলে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন: জামায়াত আমীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) তিনি হাসপাতালে যান এবং বিএনপি নেত্রীর চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।

 

জামায়াত আমীর বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং বর্তমানে তার ডায়ালাইসিস চলছে। অতীতে তাঁ এমন সংকটময় পরিস্থিতি কখনো তৈরি হয়নি। তবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা জীবিতকে মৃত্যু দিতে পারেন, আবার মুমূর্ষু অবস্থাতেও হায়াত দান করতে পারেন। যেহেতু আলহামদুলিল্লাহ তিনি এখনও সারভাইভ করছেন, ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন। এ সময় তিনি বেগম জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

এর আগে, মঙ্গলবার দুপুরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। তবে তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা আছে কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের নিবিড় পরামর্শ নেওয়া হচ্ছে।

 

ডা. জাহিদ আরও জানান, বেগম জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। তারা এসে রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। তাদের দেখার পর যদি মনে হয় তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এবং তিনি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো স্থিতিশীল অবস্থায় আছেন, কেবল তখনই তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন