আন্তর্জাতিক, ইউরোপ

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই জুলাই ২০২৫ ০৮:১৫:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজনীতিতে আকস্মিক পট পরিবর্তন ঘটলো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন এক সময়ে তার সরকারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন, যা গত তিন বছরে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দেখা যায়নি। এই পদক্ষেপকে কিয়েভের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার সাথে প্রায় তিন বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে বড় রদবদল করেছেন। এই পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া ইউলিয়া সভিরিদেঙ্কো।

 

৩৯ বছর বয়সী ইউলিয়া সভিরিদেঙ্কো বৃহস্পতিবার ইউক্রেনের পার্লামেন্ট 'ভেরখোভনা রাদা' তে আস্থা ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ডেনিস শ্মিহালের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২০২০ সাল থেকে এই পদে ছিলেন। এর আগে সভিরিদেঙ্কো প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বে থাকাকালীন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার সুযোগ পান। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি স্বাক্ষরের পেছনে তার ভূমিকার কথা স্বীকার করা হয়। এই চুক্তিটিই ট্রাম্প ও জেলেনস্কির মধ্যেকার সম্পর্ক উষ্ণ করতে সাহায্য করেছিল।

 

দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সভিরিদেঙ্কো জানিয়েছেন, তার প্রধান লক্ষ্য হবে দেশের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা এবং ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা। তিনি বলেন, “আমাদের সরকার এমন একটি ইউক্রেন গড়ার লক্ষ্যে কাজ করবে যা তার নিজের সামরিক, অর্থনৈতিক এবং সামাজিক ভিত্তির ওপর দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে। আমার মূল লক্ষ্য হলো বাস্তব ও ইতিবাচক ফলাফল অর্জন করা, যা প্রত্যেক ইউক্রেনীয় তার দৈনন্দিন জীবনে অনুভব করতে পারবে। যুদ্ধ আমাদের বিলম্ব করার কোনো সুযোগ দেয় না।

 

তথ্যসূত্র:আলজাজিরা

 

ডিবিসি/জেআরওয়াই
 

আরও পড়ুন