তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েলকে একটি "আইনহীন, নিয়ম ভঙ্গকারী, নীতিহীন, অহংকারী এবং সন্ত্রাসী রাষ্ট্র" হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, তেল আবিবের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে একটি বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যা বিশ্বজুড়ে আগুন জ্বালিয়ে দিতে পারে।
বৃহস্পতিবার (১৭ই জুলাই) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক ভাষণে এরদোয়ান সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের লাগামহীন আগ্রাসন একটি ভয়াবহ সংঘাতের সূচনা করতে পারে।
এরদোয়ান বলেন, "গত দুই দিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাত দিয়ে প্রতিবেশী সিরিয়ায় তাদের দস্যুতা চালাচ্ছে। এই মুহূর্তে আমাদের অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো ইসরায়েলের আগ্রাসন। যদি এই দানবকে (ইসরায়েল) এখনই থামানো না হয়, তবে এটি আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বে আগুন লাগিয়ে দেবে।"
তিনি সিরিয়াকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তুরস্কের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর জোর দিয়ে এরদোয়ান ঘোষণা করেন, "আমরা গতকাল সিরিয়ার বিভাজনে সম্মতি দিইনি, এবং আমরা আজ বা আগামীকালও এতে কোনোভাবেই সম্মতি দেব না।"
তুর্কি প্রেসিডেন্ট এই অঞ্চলের অন্য দেশগুলোকেও ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি ইঙ্গিত দেন যে এই ধরনের জোট শেষ পর্যন্ত তাদের জন্যই বিপদ ডেকে আনবে।
তথ্যসূত্র টিআরটি গ্লোবাল।
ডিবিসি/এমইউএ