বাংলাদেশ, রাজনীতি

এনসিপির নেতৃত্বে তিন দলের নতুন রাজনৈতিক জোটের ঘোষণা

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৭ই ডিসেম্বর ২০২৫ ১০:২৮:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক মোর্চা ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।

রবিবার (৭ই ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন জোটের ঘোষণা দেয়া হয়। জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এটি কেবল নির্বাচনি জোট নয়, বরং একটি রাজনৈতিক জোটও। 

 

তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে তারা একই মার্কায় জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবেন। নেতারা জানান, এই মঞ্চটি নতুন রাজনৈতিক ধারায় আগ্রহীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন