তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোঘলুর বিরুদ্ধে কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।
সরকারি কৌঁসুলি-কে অপমান এবং হুমকি দেওয়ার অভিযোগে তাকে মোট ২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে বিপুল ভোটে পুনরায় ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হওয়া একরেম ইমামোঘলু তুরস্কের বিরোধী শিবিরের সবচেয়ে বড় মুখ।
এই রায় তুরস্কের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে। ইস্তাম্বুলে শুরু হয়েছে বিক্ষোভ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। গত পাঁচদিন ধরে তারা রাজপথ দখল করে বিক্ষোভ দেখাচ্ছেন। রোববার সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমামোলুর স্ত্রী দিলেক কায়া ইমামোলু।
তিনি বলেছেন, “এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে। এবার তিনি হারবেন”। তার বক্তব্য, একরেমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশের জনগণের সঙ্গে অবিচার করা হচ্ছে। এর দায়িত্ব এরদোয়ানকে নিতে হবে।
ইমামোঘলুর বিরুদ্ধে এটিই একমাত্র মামলা নয়। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কট্টর সমালোচক এবং প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় আগে থেকেই একাধিক মামলার জালে জর্জরিত। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একটি তদন্ত চলমান রয়েছে এবং সেই মামলাতেই গত মার্চ মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার সেই গ্রেপ্তারের ঘটনা তুরস্কজুড়ে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের জন্ম দেয়।
গ্রেপ্তারের পর থেকে ইমামোঘলু-কে যে কারাগারে রাখা হয়েছে, তা এরদোয়ানের শাসনামলে ভিন্নমতাবলম্বীদের দমনের প্রতীক হিসেবে বিবেচনা করেন অনেকে। আদালতে সশরীরে উপস্থিত ইমামোঘলু তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি বলে আসছেন, এসব মামলা সাজানো। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানকে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনার কারণেই তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে।
ডিবিসি/এমএআর