আন্তর্জাতিক

এশিয়ার চার দেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১১শ' ছাড়াল

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রবল বৃষ্টিপাতজনিত বন্যা ও ভূমিধসের কারণে দক্ষিণ এশিয়ার চারটি দেশে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে মোট প্রাণহানির সংখ্যা এক হাজার ১৪০ ছাড়িয়ে গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোতে উদ্ধারকাজ চালাতে কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে এবং এখনো কয়েক হাজার মানুষ জরুরি সাহায্যের অপেক্ষায় আছেন।

ইন্দোনেশিয়াতেই এখন পর্যন্ত কমপক্ষে ৬০৪ জনের প্রাণহানি হয়েছে এবং ৪৬৪ জন নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা এলাকা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, সরকারের প্রধান লক্ষ্য হলো জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া এবং বিচ্ছিন্ন গ্রামগুলোতে পৌঁছাতে হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়েছে। 

 

সাইক্লোন ‘দিটওয়া’-র কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ৩৬৬ জনের প্রাণহানি হয়েছে এবং ৩৬৭ জন নিখোঁজ। এছাড়া থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে এবং মালয়েশিয়ার পার্লিস প্রদেশে বন্যায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন